দুই মাস আগে মিয়ানমারের সেনা সরকারকে ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা দেয়া হলেও কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে, দেশটির সেনা সরকারের সাথে এ নিয়ে আলোচনা শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
বুধবার (৩ আগস্ট) সচিবালয়ে ইউরোপীয় কমিশনের বাংলাদেশ প্রধান আনা ওরলানডিনির সাথে বৈঠক শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই মাস আগে প্রত্যাবাসনে ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। যাচাই বাছাই করে তারা সন্তষ্ট হয়ে জানাবে এক্ষেত্রে তাদের করণীয়। তবে এখনও তাদের জবাব পাওয়া যায়নি। সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর একটা সংকট এক্ষেত্রে তৈরি হয়েছিল, সেটা এখন কেটে যাচ্ছে। তাদের সাথে বৈঠক হয়েছে। মিয়ানমারের জবাব পেলে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হবে। প্রত্যাবাসনে আরও সাড়ে ৮ লাখ রোহিঙ্গার তালিকা করা হয়েছে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ইউরোপীয় কমিশন বাংলাদেশের সাথে কাজ করবে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে সহায়তা করবে। ইউএন কমিশন এ বছর ২.৫ মিলিয়ন ডলার সহায়তা করছে বাংলাদেশকে। ১.২ মিলিয়ন ইউরো সহায়তা করবে বন্যায় পুনর্বাসনে।
আরও পড়ুন: বিএনপির হুমকি ধামকি যতটা গর্জে বাস্তবে ততটা বর্ষে না: কাদের
/এম ই