Site icon Amra Moulvibazari

সবসময় দুর্বৃত্তায়নের সাথে যুক্তরাই পূজায় বিশৃঙ্খলা করছে: শিল্প উপদেষ্টা  

সবসময় দুর্বৃত্তায়নের সাথে যুক্তরাই পূজায় বিশৃঙ্খলা করছে: শিল্প উপদেষ্টা  


স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ: 

যারা সবসময় দুর্বৃত্তায়নের সাথে যুক্ত থাকে, অন্যায়ের সাথে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেয়ার সাথে যুক্ত তারাই পূজায় বিশৃঙ্খলা করেছে বলে মন্তব্য করেছেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জ সদরে পূজামণ্ডপ পরিদর্শনেকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

 শিল্প উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি প্রত্যেক ধর্মের নাগরিক যেন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে। কোনো বাধা থাকলে সেগুলো সরিয়ে দেয়া হবে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তাদের নাগরিক অধিকার আছে বলে জানান তিনি।

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেয়া হবে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জের সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এসব বিষয়ে সাথে সাথে পদক্ষেপ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় এনেছে। এ বিষয়ে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

/এএস



Exit mobile version