মালদ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপে অনূর্ধ্ব-১০ ক্যাটাগরিতে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু। ৭ খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে এই কীর্তি গড়েছে খুশবু।
আসরে সব মিলিয়ে খশবুর ৭টি ম্যাচের ৫টি তে জয়, ১ টি ম্যাচে ড্র ও ১টিতে হার রয়েছে। খুশবু কাজাখস্থান, ভারত ও উজবেকিস্তানের দাবাড়ুদের হারিয়ে ফাইনালে উঠে। আর সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে স্বর্ণ পদকটি জিতে নেয়।
এর আগে, থাইল্যান্ডে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছে খশবু। সেই সাথে জাতীয় জুনিয়র ও সাবা জুনিয়র দাবায় মেয়েদের অনূর্ধ্ব-৮ বিভাগেও চ্যাম্পিয়ন হয় চতুর্থ শ্রেণির ছাত্রী খশবু।
আরও পড়ুন: ‘ব্যাটারদের নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে, কেউ মুখে তুলে রান করে দিতে পারবে না’
খুশবু ছাড়াও বাংলাদেশের খুদে দাবাড়ুদের বিশাল একটি দল মালদ্বীপ গেছে। বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন সৈয়দ রিদওয়ান, নোশিন আনজুম, সাকলাইন মোস্তফা সাজিদ, আইয়ান রহমান, রাইয়ান রশীদ, মনন রেজা, সাকের উল্লাহ, ইশরাত জাহান দিবা, জান্নাতুল ফেরদৌস, সাজেদুল হক, সাফায়েত কিবরিয়া ও কাজী জারিন তাসনিম।
জেডআই/