Site icon Amra Moulvibazari

মানুষ হিসেবে কেমন শাহরুখপুত্র আরিয়ান খান?

মানুষ হিসেবে কেমন শাহরুখপুত্র আরিয়ান খান?


আরিয়ান খান। ছবি : সংগৃহীত

মারিয়া হোসেন:

বলিউডে এখনও পা রাখেননি তিনি। ক্যামেরার সামনে বা ক্যামেরার নেপথ্যে, কোনও জায়গাতেই এখনও দেখা মেলেনি তার। এদিকে বোনের বলিউড অভিষেক প্রায় দোরগোড়ায়। সম্প্রতি তার ঝুলিতে এসেছে আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার চুক্তিও। কিন্তু কোথায় দাঁড়িয়ে আরিয়ান খান? কোন ছন্দে চলছে তার কর্মজীবন? পার্টির ঝলমলে আলোর নেপথ্যে কেমন মানুষ আরিয়ান? ভেতরের সেই খবর খোলাসা করলেন তারই প্রজন্মের এক নবাগত অভিনেত্রী পলক তিও‌য়ারি।

আরিয়ান খান ও পলক তিওয়ারি। ছবি : সংগৃহীত

সিদ্ধার্থ কাননকে দেয়া এক সাক্ষাৎকারে পলক বলেন, ওকে দেখে ঠিক যেমন লাগে, মানুষটা আসলেই সেরকম। খুব কম কথা বলে। কিন্তু যেটুকু বলে তাতে গুরুত্ব আছে। তারপরই ভিড়ে মিশে যায়। এমনিতে কিন্তু খুব মিষ্টি ছেলে, ভীষণ ভালো আর চুপচাপ। পার্টিতেও একেবারে নিজের মধ্যেই থাকে। ও এতটাই মিষ্টি যে আপনি কথা বলতে চাইলেই আপনার সঙ্গে কথা বলবে। আসলেই খুব ঠাণ্ডা আর চুপচাপ প্রকৃতির আরিয়ান।

পলকের মা শ্বেতা তিওয়ারি টেলিভিশন অভিনেত্রী হলেও পেশার ক্ষেত্রে বড় পর্দাকেই বেছে নিয়েছেন পলক। বলিউডে আত্মপ্রকাশ করছেন সালমান খানের মতো তারকার সিনেমার মাধ্যমে। চলতি মাসেই ঈদে মুক্তি পেতে চলেছে তার প্রথম সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’।

আরিয়ান খান। ছবি : সংগৃহীত

তবে বলিউডে পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ার বেশ পরিচিত মুখ পলক। সম্প্রতি তার নাম জড়িয়েছে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গেও। একাধিক পার্টিতে একসাথে দেখা গিয়েছে এই জুটিকে। সেই সব পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান খানও। এ জন্যই সাক্ষাৎকারে তাকে শাহরুখের ছেলের সঙ্গে সম্পর্ক কেমন তা নিয়ে প্রশ্ন করেন সিদ্ধার্থ কানন।

সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক কারও অজানা নয়। তবে ছেলে আরিয়ান খান সেক্ষেত্রে বাবার থেকে কিছুটা আলাদা। প্রচারের আলো থেকে কিছুটা দূরেই থাকেন শাহরুখ পুত্র। তবে আরিয়ানের এই স্বভাবই নাকি তাকে আরও আকর্ষণীয় করে তোলে বলে জানান পলক।

শাহরুখ খান ও আরিয়ান খান। ছবি : সংগৃহীত

কয়েক বছর আগে মাদককাণ্ডে নাম জড়িয়েছিল আরিয়ান খানের। অভিযোগের ভিত্তিতে জেলেও থাকতে হয়েছিল তাকে। তবে পরে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হন আরিয়ান। হাজত থেকে জামিনও মেলে শাহরুখ পুত্রের। আপাতত স্বাভাবিক জীবন যাপনের চেষ্টায় আছেন তিনি। মন দিচ্ছেন কাজে।

তবে বাবার মতো অভিনেতা হতে চান না আরিয়ান। মাঝে শোনা গিয়েছিল, এক নামী প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের জন্য নাকি চিত্রনাট্য লিখছেন। এরপর আরিয়ান নিজেই নিজের নতুন শুরুর কথা ঘোষণা করেন। বাবা শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের জন্যই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি। বসবেন পরিচালকের আসনে। বাবার মতো পর্দায় আরিয়ানের ম্যাজিক দেখতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।

এএআর/



Exit mobile version