Site icon Amra Moulvibazari

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩০টি অডিও-ভিডিও তৈরিতে খরচ ১১ কোটি ৫০ লাখ টাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩০টি অডিও-ভিডিও তৈরিতে খরচ ১১ কোটি ৫০ লাখ টাকা

অনিয়ম দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর, প্লানিং, মনিটরিং এন্ড রিসার্চ এর পরিচালক ডা. মো. ইকবাল করীরকে বদলি করা হয়েছে।

গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অস্বাভাবিক খরচা দেখান তিনি। মাত্র ত্রিশটি অডিও ভিডিও তৈরিতে খরচ দেখান ১১ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বেশি অস্বাভাবিক খরচ দেখানো হয় ওয়েবসাইট উন্নয়ন খাতে। মাত্র চারটি ওয়েবসাইট উন্নয়ন করতে খরচ দেখান ১০ কোটি ৫০ লাখ টাকা। আর ৫ টি ডাটাবেজ তৈরীতে খরচ দেখানো হয় ১০ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডাক্তার আফরিনা মাহমুদ, আইপিএইচ উপ পরিচালক ডাক্তার তরিৎ কুমার সাহা’কে বদলি করা হয়েছে।
আর যুগ্ম পরিচালক ডাক্তার মুন্সি মোহাম্মদ সাঈদুল্লাহকে ওএসডি করা হয়েছে।

Exit mobile version