Site icon Amra Moulvibazari

আলমেরিয়ার কাছে হারলো বার্সা

আলমেরিয়ার কাছে হারলো বার্সা


লা লিগাতে শেষবার গত বছর ১৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের মাঠে হেরেছিল বার্সেলোনা। এরপর টানা ১৩ ম্যাচ অপরাজিত জাভি হার্নান্দেজের দল। অবশেষে থামলো পাঁচ মাস অপরাজিত থাকার দৌড়। ধারহীন এলোমেলো ফুটবল খেলে হেরে গেছে আলমেরিয়ার মাঠে।

লা লিগার ম্যাচে রোববার ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির বিপক্ষে আলমেরিয়ার প্রথম জয়ের নায়ক এল বিলাল তুরে। প্রথমার্ধে বুলেট গতির শটে গোলটি করেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কদিন আগে ফিরতি লেগে ২-১ গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। সেই ধাক্কা সামাল দেয়ার আগে এবার হারলো লা লিগায়।

২৩ ম্যাচে ১৯ জয় আর দুটি করে হার এবং ড্র’তে ৫৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৬ জয়, ৪টি ড্র আর তিনটি হারে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর বার্সাকে হারিয়ে চমক দেয়া আলমেরিয়া ২৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৫ নম্বরে।

ইউএইচ/



Exit mobile version