Site icon Amra Moulvibazari

ঈদের আগে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষ হচ্ছে আজ

ঈদের আগে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষ হচ্ছে আজ


ঈদের ছুটির আগে আজ শেষ হচ্ছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। তবে শুক্র ও শনিবার শিল্প ও বাণিজ্যিক এলাকার শাখায় লেনদেন চালু থাকবে। মূলত আন্তর্জাতিক বাণিজ্য সচল এবং শ্রমিক-কমর্চারীদের বেতন-ভাতা দিতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে শেষ মুহূর্তের লেনদেনের জন্য সকাল থেকেই ব্যাংকে ভিড় করছেন গ্রাহকেরা। বেড়ে গেছে নগদ অর্থের চাহিদা। নতুন নোট নিতে আসছেন অনেকে। সংকটে মেটাতে এক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে আরেক ব্যাংক। কলমানিতে আগের চেয়ে বেশি সুদে লেনদেন হচ্ছে।

বুধবার ব্যাংকগুলো কলমানিতে ৮ হাজার ৮৮০ কোটি টাকা হাতবদল করেছে। এতে গড় সুদহার ছিল ৪ দশমিক সাত পাঁচ শতাংশ। যা গত ৯ দিনের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংক জানায়, ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে সাধারণ ব্যাংকিং। তবে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে তারা।

/এডব্লিউ



Exit mobile version