Site icon Amra Moulvibazari

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের ৯০% শতাংশ শিক্ষার্থী

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের ৯০% শতাংশ শিক্ষার্থী

{"source_sid":"4A12365A-6A61-4DA3-8D82-A17FCA3B0408_1592917466344","subsource":"done_button","uid":"4A12365A-6A61-4DA3-8D82-A17FCA3B0408_1592917466330","source":"other","origin":"gallery"}

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের ৯০ শতাংশ শিক্ষার্থী। সোমবার এক বিবৃতিত জানিয়েছে ইউনেস্কো।

মহামারির কারণে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইনে ক্লাস হলে ও মোবাইল ফোন , কম্পিউটার কিংবা ইন্টারনেট সংযোগের অভাবে তা থেকে বঞ্চিত বহু শিক্ষার্থী।ইউনেস্কোর তথ্য বলছে শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের শিকার প্রায় বিশ্বের প্রায় ২৬ কোটি শিশু।

যা শিক্ষার্থীর ১৭ শতাংশ ছেলে মেয়ে বিভেদ দারিদ্র,প্রতিবন্ধীতা ,অভিবাসন প্রভৃতির কারণে এই বৈষম্যের শিকার হয় শিশুরা। করোনা সংকটে অই বিভেদ আরো ও বেড়েছে । শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে রাষ্ট্র নেতাদের প্রতি আহবান জানায় ইউনেস্কো।

Exit mobile version