জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ গেছে এক ভারতীয় জওয়ানের। ফলে চলতি মাসে কাশ্মীর সীমান্তে মৃত্যু হলো চার ভারতীয় সেনার। এই নিয়ে এ বছর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সীমান্তে দুই হাজারের বেশি অস্ত্র বিরতি লঙ্গনের অভিযোগ নয়া দিল্লী’র।
এর আগে রোববার ভারত নিয়ন্ত্রিত উপত্যকার প্রধান শহর শ্রী নগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তিন অস্ত্রধারী। তীব্র গুলাগুলি চলে রাজৈড়ি, পুঞ্জ, আর কাটোয়া জেলার বিভিন্ন সেক্টরে।
চলতি বছর উপত্যকায় ভারতীয় সেনাদের অভিযানে শতাধিক প্রাণহানী হয়েছে। করোনা লকডাউনের সুযোগে কাশ্মীর সীমান্তে পাকিস্তানি অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের তৎপরতা বাড়ছে বলে দাবি নয়া দিল্লী’র।
উপত্যকার পরিস্থিতি পর্যালোচনায় আজ জরুরি বৈঠক ডেকেছে মুস্লিম দেশ গুলোর জোট ওয়াইসি। যাতে অংশ নিবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ।