Site icon Amra Moulvibazari

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে আরও যত্নবান হতে হবে: সিইসি

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে আরও যত্নবান হতে হবে: সিইসি


কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

যাছাইবাছাইয়ের সময় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরও যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে তিনি এ নির্দেশ দেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠান শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তারা আরও সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নপত্র বাতিল করলে ইসির সহযোগিতা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোয়ন জমা করা হবে।

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।

/এমএন



Exit mobile version