ভোলা প্রতিনিধি:
ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বুধবার দিবাগত রাত ২টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো তারা গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগানোর খবর পেয়ে ছুটে আসেন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশ প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে
৮টি দোকান সম্পূর্ণ ও ৩টি আংশিক পুড়ে গেছে। এতে প্রায় ৫/৬ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা দুটি মেশিনারিজ পার্সের দোকান, একটি গ্যাসের দোকান, একটি ফার্মেসি, একটি টিভি-ফ্রিজের দোকান, দুটি ওয়ার্কশপসহ মোট ১১টি দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে।
ইউএইচ/