Site icon Amra Moulvibazari

যশোরে বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলের মৃত্যু

যশোরে বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলের মৃত্যু


স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে বাবার আত্মহত্যার খবর পেয়ে ছেলেও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছে। শুক্রবার (১৭ জুন) যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃতরা হলেন, সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে সোহেল হোসেন (২৮)।

স্থানীয়রা জানান, পারিবারিক কারণে শুক্রবার বাবা সিরাজুল ও ছেলে সোহেলের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে বাবা সিরাজুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই খবর শুনে বিকেল ৪টার দিকে রাজারহাট-মণিরামপুর সড়কের সতীঘাটা রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলে সোহেলও আত্মহত্যা করেন। নিহত বাবা ও ছেলের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। আর তিনটি মেয়ের মধ্যে দু’জনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেছে। এ খবর শুনে ছেলে সতীঘাটায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে যশোর জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটায় ট্রেনে কাটা পড়ে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে ছেলেও আত্মহত্যা করেছে এমন খবর পেয়েছি।

/এনএএস



Exit mobile version