Site icon Amra Moulvibazari

পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া ৬১ লাখ টাকা উদ্ধার

পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া ৬১ লাখ টাকা উদ্ধার

হারিয়ে যাওয়ার সাত ঘন্টা পর আইন শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতায় ৬১ লাখ টাকা ফেরত পেলেন বিকাশ এজেন্ট আলমগীর।

পুলিশ জানায়, রোববার সকালে পৌরসভা কার্যালয়ের পাশে ইউসিবি ব্যাংক থেকে বিকাশ এজেন্ট এর এক কর্মী আলমগীর আলম জুয়েল ৬১ লাখ টাকা তুলেন। পরে ব্যাটারি চালিত অটোরিক্সায় টাকা ভর্তি ব্যাগটি ফেলে তিনি শহরের জড় পুকুর পাড় এলাকায় নেমে যান। পরে আধা ঘন্টা পর টাকার কথা মনে পড়লে অটরিক্সা চালক্কে খুঁজাখুঁজি শুরু করেন আলমগীর। সদর মডেল থানায় বিষয়টি জানালে সিসি ক্যামেরার ফুটেজ থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা ও গোয়েন্দা পুলিশ।

এদিকে টাকা হারিয়ে যাওয়ার স্থানে সিসি টিভি ফুটেজে দেখা যায় অটোরিক্সা চালক টাকার ব্যাগটি পেয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে চলে যান। এক পর্যায়ে সন্ধায় অটোরিক্সা চালক সজীব টাকার ব্যাগ তার কাছে আছে বলে পুলিশ কে তথ্য দেয়।

এইদিকে দ্রুততার সাথে পদক্ষেপ নেয়ায় আইন শৃংখলা বাহিনীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন বিকাশ এজেন্ট আলমগীর।

এ ঘটনায় টাকা ফিরিয়ে দেয়ার পর অটোরিক্সা সহ সজীব কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।


আরো পোস্টঃ চীনের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বন্ধুপ্রতীম বাংলাদেশ


Like our Officially Facebook page:

আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version