Site icon Amra Moulvibazari

জার্মানিতে গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৭

জার্মানিতে গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৭


জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ৭ জন। নিরাপত্তা বাহিনীর দাবি, পাল্টা অভিযানে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশের বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সোয়া ৯টা নাগাদ হামলা হয়। জেহোভাস উইটনেস হল চার্চের ভেতরে গোলাগুলির শব্দ শুনে পুলিশকে খবর দেন স্থানীয়রা। আহত হয়েছেন অনেকে, তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা। পাল্টা অভিযান চালালে গির্জার ভেতরে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে-ই হামলাকারী। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। একইসাথে হামলার মোটিভ জানতে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দারা।

/এমএন



Exit mobile version