Site icon Amra Moulvibazari

পান চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

পান চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চুরির সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে সূর্য্যমান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রেজিস্টার খাতায় নিহতের নাম দেয়া হয়েছে সূর্য্যমান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্রমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শালিখা গ্রামে প্রচুর পানের বরজ রয়েছে। প্রায়ই বরজ থেকে পান চুরি হয়। কিন্তু চোর ধরা পড়ে না। বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই বৃদ্ধ। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তি অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর থেকে তার পরিবারের কেউ খোঁজ নিতে আসেনি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ইউএইচ/



Exit mobile version