Site icon Amra Moulvibazari

কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩৬

কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩৬


ছবি: সংগৃহীত

কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে রাতভর সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় দেশটির কিভু প্রদেশের মুকোন্দি গ্রামে ভয়াবহ এ হামলা চালায় একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

জানা গেছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। এ হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এ সহিংসতার ঘটনায়, প্রাণ বাচাঁনোর জন্য গ্রাম ছেড়ে পালিয়েও যাচ্ছেন অনেকে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস- এডিএফ এর সদস্য। তাদের সাথে ইসলামী জঙ্গী গোষ্ঠী আইএসএস এর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে, এখনও কেউ এ হামলায় দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, কঙ্গোর পূর্বাঞ্চলে প্রায়ই হামলা চালায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। ২০২১ সাল থেকে অঞ্চলটি সামরিক শাসনের অধীনে রয়েছে।

/এসএইচ



Exit mobile version