যারা ছোট মন নিয়ে রাজনীতি করে, তারাই বলছে শেখ হাসিনার বিদেশ সফরে কোনো অর্জন হয়নি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৪ মে) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরে বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ঘোষিত ভেশাখ ডে-২০২৩ এর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্জনকে যারা নিজেদের অর্জন মনে করে না, তাদের রাজনীতি করার দরকার নাই। নালিশ করতে নয়; দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতেই শেখ হাসিনার বিদেশ সফর।
মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক, সন্ত্রাসের রাজনীতি চাই না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এমন রাজনীতিকে সবাই মিলে প্রতিহত করতে হবে।
ইউএইচ/