Site icon Amra Moulvibazari

খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১


স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় সবজীবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মো. মেহরাজ। তিনি মাটিরাঙ্গার পৌরসভার রসুলপুর ৯নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে। মেহরাজ পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে বা‌ড়ি থেকে বের হন মেহরাজ। গুইমারা যাওয়ার পথে বাইল‌্যাছ‌ড়ি যৌথ খামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সব‌জিবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক। গুরুতর আহতাবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে মা‌টিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পিক-আপের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে।

মা‌টিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/



Exit mobile version