Site icon Amra Moulvibazari

মৌলভীবাজারে পাহাড়ী এলাকায় প্রাচীন গিরিখাতের সন্ধান।

মৌলভীবাজারে পাহাড়ী এলাকায় প্রাচীন গিরিখাতের সন্ধান।

মৌলভীবাজারের পাহাড়ী এলাকায় প্রাচীন কয়েকটি গিরিখাত এর সন্ধান পাওয়া গেছে। খাসি ভাষায় লাচুবন বা পাহাড়ী ফুল নামের এই এলাকায় রয়েছে ছোটবড় পাথুরে ছড়া। এসব ছড়ার মধ্যেই বড় তিনটি গিরিখাত সম্প্রতি নজরে এসেছে পর্যটকদের। স্পর্শকাতর বনাঞ্চল হওয়ায় স্থানীয়দের কথা মাথায় রেখে পর্যটন পরিকল্পনা সাজাচ্ছে মৌল্ভীবাজার জেলা প্রশাসন।

দুর্গম পাহাড়ি পথ পেড়িয়ে খাঁসিয়া পল্লীর ভিতরে লাচু বন এলাকাটি। ক্রেম ক্লু, ক্রেম কেড়ি ও ক্রেম উল্কা নামে বড় তিনটি গিরি খাতের অবস্থান এই এলাকায়। এছাড়াও আছে অর্ধশত ঝরণা। ভারত থেকে নেমে আসা লাংলিয়া ছড়ায় এসে মিলিতো হয়েছে এসব গিরি ও পাথড়ের ছড়া।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রতি উন্মোচিত হয়েছে পাহাড়ি এই সৌন্দর্য।

স্থানীয়দের কথা মাথায় রেখে পর্যটন আর প্রাণ প্রকৃতির সহাবস্থানের উপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশবাদীরা।

সীমান্তবর্তী এই এলাকায় এখনো পাকা সড়ক বা উন্নত অবকাঠামো গড়ে উঠেনি। তাই সীমিত আকারে পর্যটকদের প্রবেশের অনুমতির কথা জানালেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। তিনি জানান, পর্যটন কেন্দ্রের অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ হবার পরে এটিকে জনসাধারণ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।


আরো পোস্টঃ শিক্ষাবর্ষ বাড়ানো সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিলো শিক্ষা মন্ত্রণালয়


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version