Site icon Amra Moulvibazari

তেল আবিবে ক্যাফেতে এলোপাতাড়ি গোলাগুলিতে ৩ ইহুদি আহত

তেল আবিবে ক্যাফেতে এলোপাতাড়ি গোলাগুলিতে ৩ ইহুদি আহত


ইসরায়েলি রাজধানী তেল আবিবের একটি ক্যাফেতে বন্দুকধারীর এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ ইহুদি। পাল্টা অভিযানে প্রাণ হারিয়েছেন আততায়ী। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় হঠাৎই ডিজেনগফ স্ট্রিটের একটি ক্যাফেতে শুরু হয় গোলাগুলি। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থলেই পুলিশি অভিযানে প্রাণ হারায় বন্দুকধারী। তাকে ২৩ বছর বয়সী ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসও নিশ্চিত করেছে, হামলাকারী তাদের সক্রিয় সদস্য ছিলেন।

রাজধানীর কেন্দ্রস্থলে হওয়া এই গোলাগুলিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, সন্ত্রাসীদের নিস্তার নেই ইসরায়েলে। চলতি বছর বিচ্ছিন্ন হামলায় প্রাণ গেছে ১৩ ইহুদির। অন্যদিকে, প্রথম দুই মাসেই ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৮০ এর কাছাকাছি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আবারও সন্ত্রাসী হামলার শিকার হলো রাজধানী তেল আবিব। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক, এটাই প্রত্যাশা। ঘটনাস্থলের আশপাশের এলাকায়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা। বন্দুকধারী পাবে উপযুক্ত শাস্তি। ইসরায়েল ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে। ইহুদিদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই দিন-রাত কাজ করছেন নিরাপত্তা সদস্যরা।

/এমএন



Exit mobile version