Site icon Amra Moulvibazari

বগুড়ায় অক্সিজেন মিটার চুরি করায় আটক তিন জন

বগুড়ায় অক্সিজেন মিটার চুরি করায় আটক তিন জন

করোনা আইসোলেশন ইউনিটের অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে একটি বেসরকারী হাসপাতালে বিক্রির ঘটনায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ওই পরিচ্ছন্নতাকর্মী দুটি সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের শান্ত পলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন । রাতেই পুলিশ মিটারসহ তিনজনকে গ্রেফতার করে । পুলিশ জানায় , শুক্রবার সকাল থেকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ব্যবহৃত দুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বিষয়টি হাসপাতালের আবাসিক স্বাস্হ্য কর্মকর্তা থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরা লাল মিটার দুটি ১৩ হাজার টাকায় বিক্রির কথা জানায়।পরে চুরি হওয়া মিটার দুটি উদ্ধার করা হয় । আটক করা হয় ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও কর্মচারী ঠান্ডু মিয়াকে।

Exit mobile version