Site icon Amra Moulvibazari

আগের তুলনায় এবার পূজায় বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগের তুলনায় এবার পূজায় বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। অন্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেয়া হলেও এ বছর চার কোটি টাকা দেয়া হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) মুন্সিগঞ্জের শ্রীনগরে বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি এবং সন্তোষপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

/এনকে



Exit mobile version