Site icon Amra Moulvibazari

রাজশাহী পাসপোর্ট অফিসে দালালের শার্টের কলার ধরলেন নারী

রাজশাহী পাসপোর্ট অফিসে দালালের শার্টের কলার ধরলেন নারী


রাজশাহী ব্যুরো:

রাজশাহী পাসপোর্ট অফিসে হঠাৎ-ই হট্টগোল শুরু হয়। এক মাঝ বয়সী নারী পাসপোর্ট অফিসের ভিতরেই এক যুবকের শার্টের কলার ধরেছেন।

ওই নারী উচ্চস্বরে বার বার বলছেন, ‘আজ তোমাকে ছাড়বো না। আমার টাকা ফেরত দাও। আমার পাসপোর্ট লাগবে না।’ এরপর লাল রঙের টি-শার্ট পরা ওই যুবক বলছেন, ‘ছাড়েন আমাকে ছাড়েন। চলেন স্যারের কাছে যাচ্ছি। আপনার টাকা ফেরত দিচ্ছি। আমায় ছেড়ে দেন।’ এরপর পুলিশ ও আনসার সদস্যরা গিয়ে ওই যুবকের পক্ষ নিয়েছেন। পরে টাকা ফেরত নিয়েই যুবককে ছেড়েছেন ওই নারী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী পাসপোর্ট অফিসে এই ঘটনা ঘটেছে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দালালের নামটিও জানায়নি পাসপোর্ট অফিসের কেউ। লাল রঙের টি-শার্ট পরা ওই দালালের কলার ধরে টাকার জন্য চাপ দিয়েছিলেন ওই নারী- এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক কামাল হোসেন খন্দকার জানান, তিনি বিষয়টি শোনার পরে সাথে সাথে ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ওই দালালকে পুলিশে সোপর্দ করেছেন তিনি।

তবে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, থানায় পাসপোর্ট অফিস থেকে কোনো দালালকে ধরে আনা হয়নি।

ইউএইচ/



Exit mobile version