Site icon Amra Moulvibazari

শ্রমিকদের মামলায় আদালতে ড. ইউনূসের লিখিত জবাব

শ্রমিকদের মামলায় আদালতে ড. ইউনূসের লিখিত জবাব


ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে আট শ্রমিকের দায়ের করা মামলায় আদালতে লিখিত জবাব দাখিল করেছেন গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসের পক্ষে এ জবাব দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আলম মামুন। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর শ্রম আইনের ২১৩ ধারা মোতাবেক কোম্পানির লভ্যাংশ দাবি করে আলাদা আটটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে। মামলার তথ্য মতে, সাত কর্মকর্তা ও একজন কর্মচারী ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। ২০০৬-০৯ অর্থ বছরে কোম্পানির লভ্যাংশ থেকে তাদের বঞ্চিত করা হয়।

ড. ইউনূসের দাখিল করা জবাবে বলা হয়, গ্রামীণ টেলিকম লিমিটেডের যেসব শ্রমিকরা মামলা দায়ের করেছেন, তারা শ্রম আইন অনুযায়ী এ সুযোগ-সুবিধা পাবেন না। এ অর্থ মালিকরাও খরচ করেন না। লভ্যাংশের সম্পূর্ণ অর্থ শ্রমিকের কল্যাণে খরচ করা হয়। তবে ২০১৩ সালের পরে যোগদান করেছেন তাদের এ সুবিধা দেয়া হবে। যেহেতু মামলা দায়েরকারীরা এর আগেই শ্রমিক হিসেবে ছিলেন। তারা কোম্পানির পাঁচ শতাংশ লাভ্যাংশ পাবেন না।

/এমএন



Exit mobile version