Site icon Amra Moulvibazari

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বাড়িতে তল্লাশি, দুই সহযোগী আটক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বাড়িতে তল্লাশি, দুই সহযোগী আটক


ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় প্রেসিডেন্টের দুই সহযোগীকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, কোভিড নাইনটিনের টিকা নিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বোলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে চলমান তদন্তের জেরে চালানো হয় পুলিশের এ অভিযান। অভিযোগ, করোনাভাইরাসের ভ্যাকসিন না নিলেও টিকাগ্রহীতা হিসেবে নিবন্ধন করা হয়েছে বোলসোনারোর নাম।

গত ফেব্রুয়ারিতে করোনা টিকা গ্রহণকারীদের তালিকা প্রকাশ করে দেশটির স্বাস্থ্য বিভাগ। ২০২১ এর নভেম্বর থেকে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয় তালিকাটি। যা প্রস্তুত করা হয় প্রেসিডেন্ট বোলসোনারোর শাসনামলে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় পুলিশ বিভাগ জানায়, ব্রাসিলিয়া ও রিও ডি জেনিরোর ১৬টি স্থানে তল্লাশি ও মোট ছয় ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এএআর/



Exit mobile version