ষড়যন্ত্রের মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (১৭ জুন) বিকেলে হাতিরঝিল থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপি অনেক আগেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের এখন দেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করা উচিত। নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, সততা থাকলে সব কিছু জয় করা সম্ভব।
আরও পড়ুন: যত রেকর্ড পদ্মাসেতুর
/এম ই