Site icon Amra Moulvibazari

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন


এবার রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টিনশেড মার্কেটটিতে আগুন লাগে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে যুক্ত হয় আরও চারটি ইউনিট। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন কয়েকজন। টিনশেড এই মার্কেটটিতে কাপড়ের দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।

ইউএইচ/



Exit mobile version