Site icon Amra Moulvibazari

আবারও হাওরের বাঁধ কেটে দেয়ার অভিযোগ

আবারও হাওরের বাঁধ কেটে দেয়ার অভিযোগ


নেত্রকোণায় আবারও হাওরের বাঁধ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। মোহনগঞ্জের চরহাইজদা স্থায়ী বাঁধের একটি অংশ দিয়ে পানি ঢুকছে ডিঙ্গাপোতাসহ কয়েকটি হাওরে।

গত বছর প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে চরহাইজদা বেড়িবাঁধের ৫ কিলোমিটার অংশে স্থায়ী বাঁধ দেয়া হয়। স্থানীয়রা জানায়, ভোরে জালালের কুড় এলাকায় বাঁধের একাংশ দিয়ে দিয়ে হাওরে পানি ঢুকতে দেখে তারা। মাছ চাষের সুবিধার্থে বাঁধের ঐ অংশ কেটে দেয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

পানি উন্নয়ন বোর্ডও বলছে, স্থায়ী বাঁধটি পানির চাপে ভাঙার কথা নয়। কারণ পানি কমে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হাওরে আর ৫ শতাংশ ধান কাটা বাকি রয়েছে। এর আগে গেলো সোমবার খালিয়াজুরীতে মাছ চাষের সুবিধার্থে একটি বাঁধ কেটে দেয়ার অভিযোগ ওঠে।

/এডব্লিউ



Exit mobile version