Site icon Amra Moulvibazari

সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় সালমান খান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় সালমান খান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালমান খান, করন জোহর, সঞ্জয়লীলা বনশালী, একতা কাপুরসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ভারতের একটি আদালতে।

বিহারের মুজাফ্ফরপুরের একটি আদালতে ভারতীয় দন্ডবিধির কয়েকটি ধারায় এই মামলা দায়ের করেন সুধীর কুমার নামের এক আইনজীবি।

মামলায় অভিযোগ করা হয় অভিনেতা সুশান্ত’কে ৭ টি সিনেমা থেকে সরিয়ে দেয়া হয়েছিল। আটকে দেয়া হয় তার কিছু ছবির মুক্তির প্রক্রিয়াও। এ অবস্থায় দেয়ালে পিঠ ঠেকে যায় তরুণ এই অভিনেতার। কঠিন পরিস্থিতি তৈরীর মাধ্যমে সুশান্তকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

গত রোববার ( ১৪ জুন ) নিজের বাসা থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version