সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ওয়ানশুটার গানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক বাপ্পী গাজী (২৮) বৈকারী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। শুক্রবার (১০ মার্চ) ভোরে সাতক্ষীরা সদরের বৈকারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্ত্রের ডিলার বাপ্পী গাজীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
চক্রে আরও যারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।
এসআই/