বোলোনিয়ার কাছে ২-১ গোলে হেরে টেবিলের শীর্ষস্থান হারিয়েছে ইন্টার মিলান। একইসঙ্গে শিরোপার দৌড়েও এসি মিলানের থেকে দুই পয়েন্ট পিছিয়ে পড়লো তারা।
বোলোনিয়ার মাঠে ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় ইন্টার মিলান। ডি বক্সের কোনা থেকে নেয়া পেরিসিচের শট জায়গা করে নেয় জালে। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে বোলোনিয়া। ২৮ মিনিটে ব্যারোর ক্রসে মাথা ছুইয়ে স্কোর লাইন ১-১ করেন আমাউতোভিচ। দ্বিতীয়ার্ধে ম্যাচে এগিয়ে যাবার একাধিক সুযোগ পায় ইন্টার মিলান। কিন্তু আক্রমনভাগের ভুলে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। উল্টো ম্যাচের ৮১ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে খেসারত দিতে হলো দলটিকে।
এই জয়ে বোলোনিয়ার কোনো সুবিধা না হলেও লাভ হয়েছে এসি মিলানের। লিগের আর চার ম্যাচ বাকি; ইন্টার মিলানের চেয়ে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে এসি মিলান।
/এমএন