Site icon Amra Moulvibazari

প্রবাসী আয় ৭ মাসে সর্বোচ্চ

প্রবাসী আয় ৭ মাসে সর্বোচ্চ


পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীরা ২০১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে সর্বশেষ দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল গত বছরের আগস্টে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, পুরো মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা দেয়া হচ্ছে। রেমিট্যান্স প্রেরণকারীদের কোটায় দেয়া হচ্ছে সিআইপি সম্মাননা।

রমজান মাসে মানুষের প্রয়োজনীয় কেনাকাটা বেড়ে যায়। অনেকে দান-সদকা ও যাকাত বিতরণ করেন এ মাসে। তাই পরিবার-পরিজনের বাড়তি ব্যয়ের কথা মাথায় রেখে রোজায় বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

এটিএম/



Exit mobile version