জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকদের কাছ থেকে ইউরিয়া সারের দাম বেশি নেয়ায় পাঁচ সার ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ আগস্ট) দুপরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ইউএনও হাবিবুল হাসান জানান, এ পাঁচ সার ব্যবসায়ী বেশ কিছুদিন ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ পাঁচ ব্যাবসায়ীর কাছ থেকে মোট ৭৭ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
/এসএইচ