Site icon Amra Moulvibazari

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম


স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন ভালোমানের প্রতি ভরি স্বর্ণ কেনা যাবে ৯১ হাজার ৯৬ টাকায়। যা এ‌তদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কেনা যাবে ৮৭ হাজার ১৩ টাকায়। ২১ ক্যারেটের ক্ষেত্রে কমানো হয়েছে ১০৫০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি রূপা কিনতে গুনতে হবে ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

/এমএন



Exit mobile version