দেশে চাহিদা কমায় চালের দাম কমবে বলে মনে করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, চালের দাম কমা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন মিলাররা। বাজারে সবজির সরবরাহ ভালো আছে। দেশে সারের যোগানও পর্যাপ্ত রয়েছে। গত ১৪ বছরে সারের দাম বাড়ানো হয়নি। তবে দামের জন্য অর্থ মন্ত্রণালয়ে চাপ দেয়া হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারের দাম বাড়ানো যাবে না।
প্রসঙ্গত, সোমবার দুপুরে ইসির সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে।
/এমএন