Site icon Amra Moulvibazari

দেশে বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩৩ জন

দেশে বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩৩ জন


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৪৩৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯০৫টি।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন করোনায় কারও মৃত্যু হয়নি বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন। আর করোনায় এ পর্যন্ত দেশে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ১৩১ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।



Exit mobile version