Site icon Amra Moulvibazari

নিজেকে যেন হারিয়ে খুঁজছেন ব্রুনো ফার্নান্দেজ

নিজেকে যেন হারিয়ে খুঁজছেন ব্রুনো ফার্নান্দেজ


তিনি খেলেন প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটিতে। তবে ইতিহাস ও পরিসংখ্যানকে এক পাশে রেখে দিলে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থা খুব একটা সুখকর নয়। এক সময় মাঠ কাপানো দলটিকে এখন আর আগের মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। সবশেষ লিগ শিরোপার স্বাদ মিলেছে এক দশকেরও আগে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গল্প তো অমাবশ্যার চাঁদ। সাম্প্রতিক সময়ে দলের যে অবস্থা তাতে মুদ্রার উল্টো পিঠ দেখছে রেড ডেভিলরা। সেই সাথে বিবর্ণ সময় পাড় করছেন দলের অন্যতম প্রাণ ভোমরা ব্রুনো ফার্নান্দেজও।

আপাতত ক্লাব ফুটবলে চলছে বিরতি। মাঠে চলছে আন্তর্জাতিক ইভেন্ট উয়েফা নেশন্স লিগের লড়াই। তাইতো ক্লাব আর জাতীয় দলের পার্থক্যটাই তুলে ধরেছেন ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। জাতীয় দলের জার্সিতে নিজেকে চেনা রূপেই মেলে ধরতে চান অভিজ্ঞ মিডফিল্ডার। এরপর ক্লাবের হয়েও দ্রুত ফিরতে চান স্বরূপে।

ব্রুনো ফার্নান্দেজ বলেন, সময়টা খুব ইতিবাচক নয়। আমরা ম্যাচ জিততে পারছি না। তবে জাতীয় দলের ব্যাপারটা পুরোপুরি আলাদা। এখানে খুবই স্বস্তি অনুভব করছি। নিজের দেশে আছি, নিজের ভাষায় কথা বলছি, প্রিয় খাবার খেতে পারছি। জাতীয় দলের হয়ে সবসময় পারফর্মও করেছি। এখানে ফুটবলটা খুবই উপভোগ করি।

তিনি আরও বলেন, এই মৌসুমে এখনও পর্যন্ত যা করেছি, তা মোটেও প্রত্যাশিত নয়। ইউনাইটেডে ফিরে যাওয়ার পর দ্রুতই উন্নতি করতে হবে। আবার নিয়মিত গোলের মুখ দেখতে চাই। কারণ, মিডফিল্ডার হিসেবে আমার কাজ গোল করা ও যোগান দেয়া। আত্মবিশ্বাস ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছি আমি।

জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলেও এখন নিজেদের হারিয়ে খুঁজছে রেড ডেভিলসরা। জিততে ভুলে গেছে এরিক টেন হাগের দল। সেই সাথে হতাশায় ভুগছেন ফার্নান্দেজও। শেষ ১২ ম্যাচে পাননি গোলের দেখা। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচেও পয়েন্ট খুইয়েছে লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি টেন হাগের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ব্রুনোর দল ইউনাইটেডের অবস্থা খুবই শোচনীয়। সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবলের ১৪ নম্বরে আছে রেড ডেভিলরা।

/এমএইচআর



Exit mobile version