সিলেট ব্যুরো:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শ্রী চৈতন্য দেবের বাড়িতে অনুষ্ঠিত চৈত্র মেলা থেকে ২৪ নারী চোরসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সনাতন ধর্মাবলম্বী না হলেও শাখা সিঁধুর পরে মেলায় চুরি করতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান। এরআগে রোববার (২ এপ্রিল) তাদের মেলা প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়।
আশরাফুজ্জামান বলেন, তারা সবাই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। বড় জমায়েতের অনুষ্ঠান থাকে তাদের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণ সদৃশ চেইন, হাতের বালা, চুড়ি, মোবাইল ফোন, কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং বাকি সবাই ব্রাক্ষণবাড়িয়া জেলার ধরমগুল এলাকার বাসিন্দা। এদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এএআর/