Site icon Amra Moulvibazari

পুতিনের ওপর হামলা চেষ্টার অভিযোগ অস্বীকার জেলেনস্কির

পুতিনের ওপর হামলা চেষ্টার অভিযোগ অস্বীকার জেলেনস্কির


ছবি : সংগৃহীত

মস্কো বা ভ্লাদিমির পুতিনের ওপর হামলা চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফরে থাকা জেলেনস্কির দাবি, কেবল নিজেদের ভূমি রক্ষায় লড়ছে কিয়েভের সেনারা। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ওপর চালানো হামলাকে যৌক্তিক দেখাতেই সাজানো হয়েছে নাটক। বড় ধরনের আগ্রাসনের পরিকল্পনা করছে মস্কো- এমন শঙ্কার কথাও জানান তিনি।

বুধবার (৩ মে) ইউক্রেনের দুটি ড্রোন ভূপাতিতের কথা জানায় ক্রেমলিন। তাদের দাবি, হামলার টার্গেট ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ওপর ধোঁয়া ও ছোট একটি বিস্ফোরণের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয় মস্কো। এই ঘটনার পরপরই খেরসনে হামলা চালায় রুশ বাহিনী। এতে প্রাণ যায় ২১ জনের।

কিয়েভের দাবি, রুশ বাহিনীর টার্গেট রেলস্টেশন, আবাসিক বাড়ি, হার্ডওয়্যারের দোকান, সুপারমার্কেট এবং গ্যাস স্টেশন।

এএআর/



Exit mobile version