Site icon Amra Moulvibazari

থাইল্যান্ডে গাঁজার ক্যাফেতে পর্যটকদের ঢল 

থাইল্যান্ডে গাঁজার ক্যাফেতে পর্যটকদের ঢল 


ছবি: সংগৃহীত

পর্যটকদের নতুন করে আকর্ষণ করার জন্য গাজা সংযোজন করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ক্যাফেগুলোতে। আরজি৪২০ নামক গাঁজা ক্যাফে খোলা হয়েছে গত চারদিন আগে ব্যাংককের খাও সান নামে এলাকায়। তারপর থেকেই বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে ওই ক্যাফেতে। মঙ্গলবার (২ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২০১৮ সালের জুন মাসে দেশটিতে গাঁজা চারাকে বৈধ করা হয়। এরপর থেকে দেশটির রাজধানীতে বহু গাঁজার ক্যাফে খুলে। কিন্তু এর কিছু সপ্তাহ পর ১ জুলাই থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়।

থাইল্যান্ডে ২০২২ সালের প্রথমদিকে দেশটিতে বিদেশি পর্যটকের আগমন ২০ লাখে কমে এসেছে। ২০১৯ সালে যা ছিল প্রায় চার কোটি।

আরজি৪২০-এর মালিক অংগার্ড ও তার মত অন্যান্য ব্যবসায়িক মালিকরা তাদের এই ক্যাফেগুলোকে দেশটির পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবে দেখেন। দেশটিতে মহামারি আঘাত হানার আগে এই ব্যবসার ১২ শতাংশ দেশটির জিডিপিতে অবদান রাখে।

তিনি বলেন, প্রতিদিন শত শত মানুষ এই ক্যাফেগুলোতে আসছে। তিনি আরও ক্যাফে খুলবেন বলে আশা করছেন। অংগার্ড রয়টার্সকে বলেন, ক্যাফেগুলোতে ইউরোপীয়, জাপানি, আমেরিকানরা ‘থাই গাঁজা’ খুঁজছে।

আরও পড়ুন: ঢুকতে দেয়নি ভাড়াটে, ১০ দিন ১০ রাত সিঁড়িতে কাটিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকলেন দম্পতি

ইউএইচ/



Exit mobile version