বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন অনেকখানি বাস্তবায়ন করে বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৩ মে) বিকালে জাতীয় সংসদের এলডি হলে মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি বইয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার প্রশংসায় বিশ্ব সম্প্রদায় এগিয়ে এসেছে। দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্ন এখন সত্যি।
স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ইতিহাসকে উঁচু মর্যাদায় রাখতে তরুণ প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। এখনই সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে গবেষণা করে সংরক্ষণ করতে হবে।
ইউএইচ/