Site icon Amra Moulvibazari

নেত্রকোণায় বাবার লাঠির আঘাতে ছেলে নিহত

নেত্রকোণায় বাবার লাঠির আঘাতে ছেলে নিহত


প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় বাবার ছেলের আঘাতে মাদকাসক্ত ছেলে সুমন মিয়া (৩৫) নিহত হয়েছে। উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মিয়া একই গ্রামের শাহেদ মোড়লের ছেলে। শনিবার (১২ অক্টোবর) সকালে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মিয়া নিয়মিত মাদকসেবন করতেন। মাদকের টাকার জন্য তার বাবাকে প্রায়ই চাপ দিতেন। এসব নিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়া হয়তো। তার বাবাও এ নিয়ে বিরক্ত ছিলেন। শুক্রবার সকালে মাদকের টাকার জন্য সুমন তার বাবাকে চাপ দেয়। টাকা না পেয়ে বাবার ওপর চড়াও হয় সুমন। একপর্যায়ে হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করে তার বাবা শাহেদ। এতে গরুতর আহত হয় সুমন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ইশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেে নেয়া হয়। পরে রাতেই সেখানে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এনকে 



Exit mobile version