মৌলভীবাজার -৪ ( কমলগঞ্জ – শ্রীমঙ্গল ) আসনের এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ই জুন) তার শরীরের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তার ব্যক্তিগত সহকারী মোঃ সাঈদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি এখন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত সোমবার ( ১৫ই জুন ) তাকে এখানে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারি মোঃ সাঈদ জানান, তার শরীরে কিছুটা জ্বর আছে।তবে শ্বাসকষ্ঠের কোনো রকম লক্ষণ নেই।দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এর আগে তার ব্যক্তিগত সহকারীর করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।
তবে এখন তিনি সুস্থ আছেন।মৌলভীবাজার -৪ আসন থেকে ছয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন সাবেক এই চিফ হুইপ।