Site icon Amra Moulvibazari

ওষুধের অভাবে অপারেশন বন্ধ পাকিস্তানের হাসপাতালে

ওষুধের অভাবে অপারেশন বন্ধ পাকিস্তানের হাসপাতালে


ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রয়োজনীয় ওষুধের অভাবে হাসপাতালে অপারেশনও বন্ধ হয়ে গেছে। খবর এনডিটিভি‘র।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে অপারেশন থিয়েটারে মাত্র দুই সপ্তাহের চেতনানাশক ওষুধ রয়েছে। হার্ট, ক্যানসার এবং কিডনির মতো স্পর্শকাতর রোগের অস্ত্রোপচারের জন্য যা অত্যাবশ্যকীয় একটি ওষুধ।

যারা হাসপাতালে চাকরি করেন তারাও চাকরি হারাতে পারেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি আরও বৃদ্ধি করবে।

ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ সংকটের জন্য বর্তমান আর্থিক ব্যবস্থাকে দায়ী করছেন। তারা বলছেন, কাঁচামাল আমদানি করার জন্য লেটার অব ক্রেডিটের (এলসি) ছাড়পত্র দিচ্ছে না বাণিজ্যিক ব্যাংকগুলো।

/এনএএস



Exit mobile version