Site icon Amra Moulvibazari

ভোলায় সিএন‌জি-ট্রাক মুখোমুখি সংঘ‌র্ষে দুই যাত্রী নিহত

ভোলায় সিএন‌জি-ট্রাক মুখোমুখি সংঘ‌র্ষে দুই যাত্রী নিহত


ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় যাত্রীবা‌হী সিএন‌জি ও মালবাহী ট্রা‌কের সংঘর্ষে সিএন‌জি‌তে থাকা দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও তিনজন। আহত‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দি‌কে ভোলার দৌলতখান উপজেলার ব‌ক্সেআলী ব্রিজ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত‌দের মধ্যে একজনের নাম সু‌জিত গোলদার। তিনি লাল‌মোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ দুর্ঘটনায় অপর নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাল‌মোহন থেকে যাত্রী নি‌য়ে সিএন‌জি‌টি ভোলার বাসস্ট্যান্ডে যাচ্ছিল আর মাল বোঝাই ট্রাক‌টি ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল। ভোলার-চরফ্যাশন আঞ্চলিক সড়কের দৌলতখা‌নের বক্সেআলী ব্রিজ সংলগ্ন আসলে ট্রা‌কের সাথে সিএন‌জির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএন‌জি‌তে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরও তিনজন‌ আহত হন।

বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হো‌সেন এ তথ্য নিশ্চিত ক‌রে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।

এএআর/



Exit mobile version