Site icon Amra Moulvibazari

বেশি দামে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বেশি দামে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কৃষকদের কাছ থেকে রাসায়নিক সারের দাম বেশি নেয়া ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বেলা ১২টায় আলমডাঙ্গা উপজেলার পৃথক এলাকায় এই অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা শহরের নতুন বাস টার্মিনাল এলাকার বিসিআই সারের ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের হাফিজ মোড়ে মেসার্স জনিরউদ্দীন এন্ড ব্রাদার্সে গিয়ে দেখা যায় ইউরিয়া সার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রয় করছেন এবং কীটনাশকের মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

ইউএইচ/



Exit mobile version