Site icon Amra Moulvibazari

থানচির বলিপাড়া বাজারে আগুন, পুড়লো ৫০টি দোকান

থানচির বলিপাড়া বাজারে আগুন, পুড়লো ৫০টি দোকান


বান্দরবানের থানচির বলিপাড়া বাজারে লাগা আগুনে পুড়ে গেছে অন্তত ৫০টি দোকান। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বলিপাড়া বাজারে একটি চায়ের দোকানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও দোকানে।

খবর পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর মধ্যেই পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। তবে, কীভাবে আগুন লাগলো সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউএইচ/



Exit mobile version