Site icon Amra Moulvibazari

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের হিচমি বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আইয়ুব আলী (৩২)। তিনি সদর উপজেলার মাত্রায় ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। জয়পুরহাট শহরে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হিচমি বাজার এলাকায় জয়পুরহাট থেকে আসা একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/



Exit mobile version