ভক্তদের জন্য সুখবর দিলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০২১ সালের জন্য প্রদেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি। এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হবে।
এর আগে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনবার নাচে অংশগ্রহণ করেছিলেন নুসরাত ফারিয়া। এবারই প্রথম তিনি উপস্থাপনা করবেন।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, এর আগে নাচের পারফরমেন্সে অংশগ্রহণ করলেও এবারের বিষয়টা ভিন্ন। প্রধানমন্ত্রীর সামনে প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছেন, তাই একটু ভয়ও কাজ করছে।
তবে উপস্থাপনা সবসময়ই উপভোগ করেন এবং ভীষণ চালেঞ্জিং বলেই মনে হয়। এবারের অনুষ্ঠান উপস্থাপনার জন্য যারা তাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
/এনএএস