Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ার সাবেক প্রধামনন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারসহ ৬টি মামলা দায়ের

মালয়েশিয়ার সাবেক প্রধামনন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারসহ ৬টি মামলা দায়ের


মালয়েশিয়ায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ ছয়টি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের একটি আদালতে হাজিরা দেন তিনি।

সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের মাত্র তিনমাসের মাথায় গ্রেফতার হলেন এ নেতা। এদিন আদালত প্রাঙ্গণে তাকে সমর্থন জানাতে হাজির হন বহু মানুষ। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা কর্মীরাও। তাদের দাবি, রাজনৈতিকভাবে মুহিউদ্দিনকে দুর্বল করতেই এ অপচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীনরা।

বৃহস্পতিবার সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা গ্রহণের দায়ে মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। অভিযোগ প্রমাণিত সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে এ নেতার। এর আগে অর্থ পাচারের মামলায় আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেন দেশটির সর্বোচ্চ আদালত।

এটিএম/



Exit mobile version